আব্দুর রাজ্জাক রাজুঃ
সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মদের উম্মত এই শ্লোগান সামনে রেখে চুনারুঘাট উপজেলায় গঠিত সংগঠন সর্বদলীয় উলামা পরিষদ চুনারুঘাট এর উদ্যোগে শিক্ষা সফর ও অভিষেক অনুষ্ঠান অদ্য ১৭ই সেপ্টেম্বর অনুষ্টিত হয়।
সকাল ১১ ঘটিকায় ২টি বাস যোগে সংগঠনের মোট ৮০ জন দায়িত্বশীল ও অতিথি এই সফরে অংশ গ্রহণ করেন।
পরিষদ সভপতি মাওলানা মুহাম্মদ নিযামুদ্দীন মিসাহর নেতৃত্নে এই কাফেলা মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থাপনা তেলিয়াপাড়া মনোমেন্টের পাদ দেশে আলোচনা সভায় মিলিত হয়।
পরিষদের সাধারণ সম্পাদক হোসাইন আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা তাফহীমুল হক, দারুল আজহার মডেল মাদরাসা সিলেটের প্রিন্সিপাল মাওলানা মনজুরে মওলা, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা প্রভাষক আব্দুল করিম, ইসলামী যুব আন্দোলনের ঢাকা মহানগরীর অন্যতম নেতা মুফতি মঈনুদ্দীন খান তানভীর, বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা সাঈদ মাহমুদ আল আযহারী, সংগঠনের প্রধান উপদেষ্টা শায়খ আব্দুল মজিদ কালিশিরী, সংগঠনের উপদেষ্টা মাওলানা ইদরীস আলী, সংগঠনের উপদেষ্টা ব্রিটেনের বিশিষ্ট আলেমে দ্বীন শেখ রুম্মান আহমদ প্রমুখ।
উপস্থিত ডেলিগেটদের নিয়ে কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বুদ্ধির খেলা, উপস্থিতির লটারী, ক্রেস্ট প্রদান, পুরস্কার প্রদান ইত্যাদি কর্মসূচির অন্তর্ভুক্ত ছিলো।
সংগঠনের দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি গাজীপুর বঙ্গবন্ধু কলেজ মসজিদের খতীব মুফতি ফারুক আহমদ নোমানী, সহসভাপতি হাফেজ ফারুক আহমদ চৌধুরী, সহ সভাপতি, আল মাহমুদ জামিআর প্রিন্সিপাল মাওলানা রায়হান উদ্দিন, সহকারী সেক্রেটারী প্রভাষক হুমায়ুন কবীর, হাফেজ আবিদ রহমান,হাফেজ মোহাম্মমাদ আলী জিন্নাহ, মাওলানা শামছু উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা এমদদুল হক চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আফরোজ জামান, কেএম খলীলুর রহমান, মিজানুর রহমান ইমরান, অর্থ সম্পাদক মুফতি আমানুল্লাহ আমান, সহ অর্থ সম্পাদক মাওলানা মিজানুর রহমান জামাল, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আবুল কাশেম, তথ্য প্রযুক্তি সম্পাদক মাহী উদ্দিন মাহিন, অফিস সম্পাদক মওলানা কবির আহমদ, প্রচার সম্পাদক মাও এনামুল হক বকুল, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সহকারী সম্পাদক মাও আবুল কাশেম সহ সদস্যবৃন্দ।