আলমগীর কবির,মাধবপুর :
হবিগঞ্জে মাধবপুরে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে পূজা উদযাপন পরিষদ ও পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন পৌর মেয়র হাবিবুর রহমান মানিক।
শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে মাধবপুর পৌরসভার উদ্যোগে পৌর হল রুমে এ সভার আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র মোবারক উল্লা, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুনীল দাস, সাধারণ সম্পাদক লিটন রায়, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি প্রমোদ মালাকার, সাধারণ সম্পাদক দুলাল মোদক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান, কাউন্সিলর দুলাল খাঁ, আব্দুল হাকিম,বকুল ঋষি, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির, সাংবাদিক রাজীব দেব রায় রাজু, পৌরসভার কর্মকর্তারাসহ পৌরসভার ১৩টি পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ।
সভাশেষে পৌর মেয়র হাবিবুর রহমান পৌরসভার পক্ষ থেকে পৌরসভার প্রতিটি পূজামণ্ডপ কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক হাতে আর্থিক অনুদান প্রদান করেন।