বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে দুটি ফার্মেসীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমান আদায় করা হয়।
মঙ্গলবার বেলা দেড়টায় উপজেলা সদরের নতুন বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুহেল মাহমুদ। জমজম ফার্মেসী পাঁচ হাজার টাকা ও মা-মনি ফার্মেসীতে পাঁচ হাজার জরিমানা করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন থানার এস আই মনছুর মিয়া, উপজেরা স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎক মোবাশ্বির আলী।
এব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুহেল মাহমুদ বলেন, মেয়াদ উর্ত্তীণ ওষুধ রাখা দুই ফার্মেসী দোকানে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তবে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলে তিনি জানান।