স্টাফ রিপোর্টার :
আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ড থেকে শায়েস্তাগঞ্জ উপজেলার ৫ জন প্রার্থী সদস্য পদে নমিনেশন দাখিল করেছেন।
১৫ সেপ্টেম্বর সকাল থেকে বেলা ৩ ঘটিকা পর্যন্ত হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ইসরাত জাহানের হাতে শায়েস্তাগঞ্জ উপজেলার ৫ জন প্রার্থী জেলা পরিষদের সদস্য পদে নমিনেশন দাখিল করেন।
সংরক্ষিত আসন ৪,৫,৬ থেকে সাবেরা ছালেক, সাধারণ সদস্য পদে শায়েস্তাগঞ্জ উপজেলার জেলা পরিষদের ৬ নং ওয়ার্ড থেকে নমিনেশন দাখিল করেন আব্দুল্লাহ সরদার, মোহাম্মদ জালাল উদ্দিন রুমি, আব্দুল আজিজ ফরহাদ,মাহফুজ আহমেদ।
সকাল থেকে বেলা তিনটা পর্যন্ত নমিনেশন দাখিল কার্যক্রম চলে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শায়েস্তাগঞ্জ উপজেলা থেকে ৫ জনই নমিনেশন দাখিল করেছেন ।
পরবর্তীতে যাচাই-বাছাই প্রত্যাহার প্রতীক বরাদ্দ কার্যক্রম গুলো ধারাবাহিকভাবে প্রার্থীদের মাঝে তুলে ধরা হবে এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
উল্লেখ থাকে যে জেলা পরিষদ নির্বাচন ২০২২ অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর। নির্বাচন অফিস থেকে জানা যায় এবছরের ভোট প্রদান করা হবে ইবিএম এর মাধ্যমে।