মাধবপুর প্রতিনিধি :
৫ম দফা দাবী নিয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে চলছে কর্মবিরতি।
বিপত্তিতে পড়েছে মাধবপুর উপজেলার সেবা গ্রহীতা নাগরিক বৃন্দ। গত ১২ সেপ্টেম্বর থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জের মাধবপুর কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা কর্ম বিরতি রেখেছে।
জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার পদ আপগ্রেডেশন, সচিবালয়েয় ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূন্য পদ চলতি দায়িত্বে নিয়োগের মাধ্যমে পূরণ করার দাবিতে চলছে কর্মবিরতি।