নিজস্ব প্রতিবেদক :
শায়েস্তাগঞ্জে উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২২ এর পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈম। উপজেলা একাডেমীক সুপার ভাইজার জগদীশ দাস তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার।
এছাড়াও আরও বক্তব্য রাখেন – উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মজিবুর রহমান, অধ্যক্ষ আজিজুল হাছান চৌধুরী শাহীন, অধ্যক্ষ মাওলানা সাহাব উদ্দিন, অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, প্রধান শিক্ষক আবিদুর রহমান, প্রধান শিক্ষক মোঃ নূরুল হক,প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন প্রমুখ।
আলোচনা শেষে শিক্ষার্থীদের হাতে সনদ,সম্মানী ও স্মারক তুলে দেয়া হয়। অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা অংশগ্রহণ করেন।