মোঃ আবদুল হক রেনু, শায়েস্তাগঞ্জ :
শায়েস্তাগঞ্জ নতুনব্রীজে ভোক্তা অধিকার আইনে ২ হোটেলকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার দুপুরে চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ এলাকায় ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।
এসময় ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে ব্যবসা পরিচালনা করায় নতুনব্রীজ এলাকার আল বারাকা হোটেলকে ৮ হাজার টাকা এবং ড্রাইভার হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অভিযানে সহযোগিতা করেন র্যাব-৯ সিপিসি-১ হবিগঞ্জ ক্যাম্পের একটি টিম।