স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ৫০ দিন ব্যাপি হাতে কলমে বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলার বেদে, কামার, কুমার, মুছিসহ বিভিন্ন শ্রেনী পেশার মোট ৫০জন নারী পুরুষ অংশগ্রহণ করেন।
জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে গতকাল সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসক ইশরাত জাহান এ প্রশিক্ষণের উদ্বোধন করেন।
এসময় জেলা প্রশাসক বলেন, প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা তাদের দক্ষতা অনুসারে মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সবাইকে প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হবে, যা পরবতর্ীতে তাদের নিজস্ব উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে সহায়তা করবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।
সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাশেদুজ্জামান চৌধুরীর সভাপতিত্ত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, সমাজসেবার সহকারী পরিচালক সিরাজুম মুনীর আফতারী, মোহাম্মদ জালাল উদ্দিন প্রমুখ।