সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার চার্জশীট থেকে সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জের মেয়র আলহাজ্ব জি কে গউছের নাম প্রত্যাহারের দাবিতে সিঙ্গাপুরে সিলেট প্রবাসীদের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সিঙ্গাপুর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এস এম রুবেলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সিঙ্গাপুর বিএনপি সভাপতি আব্দুল কাদের। প্রধান বক্তা ছিলেন সিঙ্গাপুর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফিলিপ রহমান। বিশেষ অতিথি ছিলেন সিঙ্গাপুর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামরুল, শ্রমিক দল সভাপতি মোঃ হোসাইন, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া, বিএনপির সাংগঠনিক সম্পাদক এম কে আজাদ, যুবদল সভাপতি আশরাফুর রহমান খান রবিন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মৃধা, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম। সভায় অন্যান্য সংগঠনের নেতাকর্মী ও প্রবাসীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি