স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার (২নং ওয়ার্ড) পূর্ব বড়াইল গ্রামের বাসিন্দা ও মুরুব্বী পিয়ারী মোহন দত্ত ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন । ‘দিব্যাণ লোকান্ স্বঃ গচ্ছতু’ (তিনি দিব্য লোকে গমন করুণ)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর। সোমবার দুপুর ১.১৫মিনিট সময়ে তার নিজ বাসভবনে ইহলোক ত্যাগ করেন। সন্ধ্যায় তার বাড়ির পাশে খিলে অন্ত্যেষ্টিক্রীয়া অনুষ্ঠিত হয়।
তিনি মৃত্যুকালে অসংখ্য আত্মীয় স্বজনসহ গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন তিনি শারীরিক অসুস্থায় দু’দফা ভারতের চেন্নাইয়ে চিকিৎসা নেন। সুস্থ হয়ে তিনি বাড়ির কাজে, হরিসভার কীর্ত্তনে – কীর্ত্তনে উনার শেষ সময় পার করেন। একবছর ধরে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
গত ৩/৪ মাস ধরে শয্যাশায়ী ছিলেন।
তার মৃত্যুতে এলাকাবাসী পিয়ারী মোহন দত্তের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।
উল্লেখ্য যে, পিয়ারী মোহন দত্ত, চুনারুঘাট বাজারের পান আড়ত ব্যবসায়ী, চুনারুঘাটের একনাম কীর্ত্তনীয়া দল শ্রীশ্রী বাসুদেব সংঘের কীর্ত্তনীয়া ছিলেন। তিনি দীর্ঘদিন পানের ব্যবসা ও কীর্ত্তন করেছেন।