চুনারুঘাট প্রতিনিধি :
হবিগঞ্জের চুনারুঘাটে ‘৪৯ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা- ২০২২ উপলক্ষে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ সেপ্টেম্বর) বিকেলে দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন -উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবেদা খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান মহালদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড আকবর হোসেন জিতু,সাধারণ সম্পাদক আনোয়ার আলী,চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি জামাল হোসেন লিটন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ শামসুল হক, দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের মোছাঃ তৈয়বা খাতুন, অগ্রনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুরুল ইসলাম, শিক্ষক তোফাজ্জল হোসেন, শিক্ষক লিটন আহমেদ প্রমুখ।
পরে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। উল্লেখ্য যে, প্রতিযোগীতায় পর্যায়ক্রমে ফুটবল,কাবাডি,সাতার,হ্যান্ডবলসহ বিভিন্ন খেলায় উপজেলার প্রায় ২৩ টি স্কুল অংশগ্রহণ করে।