নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার জংশন এলাকায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই দল যুবকের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।
সোমবার(১৫জুন) দিবাগত রাতে পৌরসভার পূর্বলেঞ্জাপাড়ার জাহির মিয়া (২২) ও পূর্ব বড়চরের জুনাইদ মিয়ার (২০) মধ্যে পূর্ব বিরোধ নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের উভয়ের পক্ষ নিয়ে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।
এতে সাদ্দাম হোসেন (২৩), জুনাইদ মিয়া (২০) মাইক্রোবাস চালক আব্দুল মালেক (২২), জুয়েল মিয়াসহ (৩০) ১০ জন আহত হন।
এর মধ্যে সাদ্দাম, আব্দুল মালেকসহ গুরুতর কয়েক জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নেয়।
এ সংবাদ তাদের নিজ নিজ এলাকায় ছড়িয়ে পড়লে উভয়পক্ষের শত শত লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলার প্রস্তুতি নেয়।
কিন্তু শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. ইয়াছিনুল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সহযোগিতায় পরিস্থিতি প্রাথমিকভাবে শান্ত করেন।
ওসি মো. ইয়াছিনুল হক বলেন, পরিস্থিতি শান্ত। তারপরও পুলিশ সর্তক রয়েছে। সদর উপজেলা ছাত্রলীগ ও রেলওয়ে পার্কিং মাইক্রোবাস সমিতির সভাপতি গাজীউর রহমান ইমরান বলেন, তার দুই চালক আহত হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসায় রয়েছেন। পরিস্থিতি শান্ত রাখতে সবার সঙ্গে তিনিও কাজ করছেন।