এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় হাইস্কুল (কে.জি সংযুক্ত) এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকালে কোয়ালিটি লার্নারস স্কুলে চুনারুঘাট উপজেলা হাইস্কুল ( কেজি সংযুক্ত) এসোসিয়েশন এর কমিটি গঠন উপলক্ষে কোয়ালিটি লার্নারস স্কুলের প্রতিষ্ঠাতা কাজী দেলোয়ার হোসেন স্যারের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার প্রায় ২৩ টি হাইস্কুল ও কেজি স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শিক্ষিকাগণের উপস্থিতি ছিল মনোমুগ্ধকর।
শিক্ষক শিক্ষিকাগণদের পরোক্ষ ও প্রত্যক্ষ মতামতের মাধ্যমে হাইস্কুল (কেজি স্কুল) পর্যায়ে শিক্ষামান্নোয়ন করার লক্ষে সর্বসম্মতিক্রমে হাজী আব্দুল জব্বার জি এল একাডেমি এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক এম মোখলিসুর রহমান কে সভাপতি,আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জাবেদুর রহমান কে সাধারণ সম্পাদক,কোয়ালিটি লার্নারস স্কুলের প্রধান শিক্ষক আবুল কাশেম কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে চুনারুঘাট উপজেলা হাইস্কুল (কেজি স্কুল সংযুক্ত) কমিটির আত্মপ্রকাশ করা হয়।