চুনারুঘাট প্রতিনিধি :
বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বনাঞ্চল চুনারুঘাটের রেমা-কালেঙ্গার সামাজিক বনায়নে একশ জন উপকারভোগীদের মাঝে ১ কোটি ৭২ লক্ষ টাকার চেক বিতরন করা হয়েছে।
(৮ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদের সভা কক্ষে কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা খলিলুর রহমানের পরিচালনায় ও উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভোমিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আঃ কাদির লস্কর।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সিএমসি’র সভাপতি সাবেক পিপি এডভোকেট আকবর হোসাইন জিতু,গাজিপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আলহাজ্ব লুৎফুর রহমান চৌধুরী,সাবেক উপজেলা ছাত্রলীগের আহবায়ক সোহেল আরমান, সাংবাদিক আঃ রাজ্জাক রাজু,ছুরত আলী মেস্বার,সিরাজ মেম্বার সাংবাদিক আব্দুল জাহির মিয়া প্রমুখ।
পরে ১০ জন নারী-পুরুষ উপকারভোগীর হাতে চেক তোলে দেন অতিথিরা।পর্য্যায় ক্রমে সবার চেক দেয়া হবে।