সৈয়দ সালিক আহমেদ :
পুত্র সন্তান কামনা করে দেবতার পুজা ও দিনভর নাচ গানসহ বিভিন্ন উৎসবের মধ্য দিয়ে চুনারুঘাটে পাালিত হলো ক্ষুদ্র নৃগোষ্ঠীর বার্ষিক কারাম উৎসব। ভাদ্র মাসের একাদশী তিথির দিনে এই উৎসবের আয়োজন করা হয়। মঙ্গলবার রাত ৮টায় উপজেলার নালুয়া চা বাগানে পুজা অর্চনার মধ্য দিয়ে উৎসবের শুরু হয়ে বুধবার বিকালে শেষ হয়। নানান বয়সী নারী পুরুষ রঙ্গ বেরঙ্গের পোষাক পরে উৎসবে অংশগ্রহণ করেন।
উৎসবের আয়োজনকারীরা জানান, প্রতি বছর ভাদ্র মাসের একাদশী তিথির দিনে এই আয়োজন করা হয়। এটা আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর চিরায়িত রীতিনীতির অংশ। এই উৎসবে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে। এখানে সবাই আসে পুত্র সন্তানের আশায়। তাছাড়া অনেকে আসে নিজ ভাইয়ের মঙ্গল কামনার জন্য।
উৎসবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক ,ভাইস চেয়ারম্যান আবেদা খাতুন, ইউনিয়ন চেয়ারম্যান জাকির হোসেন পলাশ, নালুয়া চা বাগানের ম্যানেজার ইফতেখার আহমেদ, চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল, লস্করপুর ভ্যালি সভাপতি অনুরুদ্ধ বাড়াইক, ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক গোপী তাতীঁসহ নালুয়া ও আমু বাগানের পঞ্জায়েতসহ বিভিন্ন বাগানের পঞ্জায়েত নেতারা উপস্থিত ছিলেন।