বিশেষ প্রতিনিধি :
হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভার আয়োজন করা হয়। এসময় জেলার বিভিন্ন থানায় কর্মরত অফিসার ও পুলিশ সদস্যদের বিভিন্ন কৃতিত্বপূর্ণ কাজের জন্য অভিন্ন মানদন্ডে ৮টি পুরস্কার প্রদান করা হয়। গতকাল বুধবার সকাল ৯টায় পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলার বিভিন্ন ইউনিটের ইউনিট ইনচার্জ, অফিসার ও ফোর্সদের অংশ গ্রহণে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার এস এম মুরাদ আলীর সভাপতিত্ত্বে অনুষ্ঠানে জেলার শ্রেষ্ট ভারপ্রাপ্ত কর্মকতার্ নিবার্চিত হন মাধবপুর থানার মুহাম্মদ আব্দুর রাজ্জাক রোকন, শ্রেষ্ট পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম কিবরিয়া হাসান, শ্রেষ্ট (তদন্ত কেন্দ্র) ইনচার্জ কাশিমপুর পুলিশ ফাড়ির মুহাম্মদ আরিফ হোছাইন, শ্রেষ্ট মাদক উদ্ধারকারী কর্মকতার্ তেলিয়াপাড়া (হরষপুর) পুলিশ ফঁাড়ি মোঃ মজিবুর রহমান চৌধুরী, মামলার রহস্য উদঘাটনে শ্রেষ্ট উপরিদর্শক (নিঃ) রাজীব রায় ও অনিক চন্দ্র দেব।
এ সময় পুলিশ সুপার জেলার সকল কর্মকতার্ ও ফোর্সের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণ ও তাদের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা শুনেন এবং এবিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) মহসীন আল মুরাদ, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) আবুল খয়ের প্রমুখ।