আনোয়ার হোসেন মিঠু, নবীগঞ্জ :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর পশ্চিম ও কালিয়ারভাঙ্গা ইউনিয়নে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ী বাজারের পাশে হাওরে কাজ করার সময় বজ্রপাতে সাফিকুল ইসলাম (২৫) নামের এক কৃষক নিহত হন। নিহত সাফিকুল ইসলাম কালিয়ারভাঙ্গা গ্রামের মোঃ জমিরুল মিয়ার ছেলে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ জানান, সকালে বৃষ্টির সময় বাড়ির পার্শ্ববর্তী ইমামবাড়ী বাজারের পাশে হাওরে কাজে ছিল সে। বজ্রপাতে আহত অবস্হায় পরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । হবিগঞ্জ সদর থানা পুলিশ লাশের সুরতাল তৈরী করেছে।
অপরদিকে একইদিন সকাল সাড়ে ১১ টায় উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের চরগাঁও গ্রামের হাওরে জমিতে কৃষি কাজ করতে গিয়ে বজ্রপাতে অমর বিশ্বাস (২৫) নামে অপর এক কৃষকের মৃত্যু হয়। নিহত অমর বিশ্বাস চরগাঁও গ্রামের রবীন্দ্র বিশ্বাসের পুত্র।
ওই ইউনিয়নের চেয়ারম্যান রঙ্গ লাল রায় অমর বিশ্বাসের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, সকালে চরগাঁও মাঠের দক্ষিণ দিকের হাওরে ধান ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে অমর বিশ্বাস মারা গেছেন। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় রেখেছে। নিহত অমর বিশ্বাসের স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই শেষকৃত্যের জন্য হবিগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে গেছেন বলে জানাগেছে।