নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের চুনারুঘাটে চার কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। যুবক পারভেজ মিয়া (২৪) চুনারুঘাট পৌরসভার (৪নম্বর ওয়ার্ড) নয়ানী গ্রামের মৃত মর্তুজ আলীর পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোররাতে চুনারুঘাট থানার এসআই তারিকুল হাসান হিমনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ৭নম্বর উবাহাটা ইউপির শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ শ্যামলী কাউন্টারের সামনে পাকা রাস্তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি স্কুল ব্যাগে থাকা চার কেজি গাঁজাসহ পারভেজকে গ্রেপ্তার করেছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত পারভেজের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে। দুপুরে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়।