মুত্যু চাই
একবার নয় বহুবার।
মৃত্যু চাই
এক মনের নয় অনেক মনের।
মৃত্যু চাই
ভালবাশার নয়
অনেক আশার।
মৃত্যু চাই
বাহকের নয় পাপের।
মৃত্যু চাই.
রাতের নয় আধাঁরের।
মৃত্যু চাই.
দেহের নয় অভিসাপের।
মৃত্যু চাই.
জীবনের নয় ভুলের.
আমি সেই মৃত্যুই চাই.
যে মৃত্যু আলোয় ভরবে পৃথিবী।