নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জে নিখোঁজের একদিন পর শহরের পুরানমুন্সেফি এলাকার পুকুর থেকে সাজন দাশ নামে এক স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সে হবিগঞ্জ হাইস্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে পুরানমুন্সেফি রামচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুর থেকে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়। সাজন দাশ শহরের কামারপট্টি এলাকার বাসিন্দা রবিন্দ্র দাশের ছেলে।
সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. বদিউজ্জামান জানান, সকালে স্থানীয় লোকজন পুকুরে মৃতদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ মৃতদেহ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।