জুয়েল চৌধূরী, হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার পরিষদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে।
পুণরায় ভোট গ্রহণের দাবিতে ভোটাররা নির্বাচন কমিশনার ও প্রিজাইডিং অফিসার কে অবরোদ্ধ করে রাখে।
সরজমিনে জানাযায়, নির্বাচনে অংশ গ্রহণ করেন ৫ জন প্রার্থী। শহরের পৌর এলাকার প্রার্থীরা হলেন সৈয়দা লাভলী সুলতানা মোরগ মার্কা, সালমা আক্তার চৌধূরী চাঁদ মার্কা, এছাড়া ইউনিয়নের প্রার্থীরা হলেন রোকেয়া আক্তার টেবিল মার্কা, সামছুন্নাহার মোরগ মার্কা ও জরিনা বেগম হরিণ মার্কা নিয়ে প্রতিদ্বন্দিতা করেন।
মোট ভোটার ৩৬ জন সকলেই অংশ গ্রহণ করেন। সকাল ৯টা থেকে একটানা ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্টিত হয়। ৩৬ নং ভোটার ফুলবানু ভোট দিয়ে গিয়ে দুইটি ব্যালট পেপার কাষ্ট করেন। এতে সমস্যা দেখা দেয়। পরে প্রিজাইডিং অফিসার ভোট স্থগিত করে দেন।
অনেক ভোটার ও প্রার্থীরা ভোট কারচুপির অভিযোগ তুলেন। এদিকে ভোটাররা নির্বাচন অফিসার ও প্রিজাইডিং অবরোদ্ধ করে রাখেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গ্রহণ স্থগিত রাখা হয়েছে। এ ব্যপারে প্রিজাইডিং অফিসার তোফাজ উদ্দিন জানান, বিষয়টি কেন্দ্রীয় ভাবে জানানো হয়েছে।
সিদ্বান্ত আসার আগ পর্যন্ত ভোট গ্রহণ স্থগিত রাখা হয়েছে।
ক্যাপশনঃ ভোটাররা প্রিজাইডিং ও নির্বাচন অফিসারকে অবরোদ্ধ করে রাখেন।