দিলোয়ার হোসাইন:
বানিয়াচংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে হতদরিদ্রদের মাঝে আর্থিক সাহায্যের চেক হস্তান্তর করা হয়েছে।
বুধবার (৩১ আগস্ট) সকাল ১০ টায় উপজেলার ১৩ নম্বর মন্দরী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গ্রামে গ্রামে হতদরিদ্রদের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।
সাম্প্রতিককালের বন্যায় নিম্ন আয়ের অসহায়, হত-দরিদ্র ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরবাড়ি মেরামত ও সংস্কারের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে চেকের মাধ্যমে আর্থিক সাহায্যের চেক প্রদান করা হয়েছে।
চেক প্রদান কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় ও দায়িত্বপ্রাপ্ত হয়েচেন বানিয়াচং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল চৌধুরী।
এসময় ১৮ জন হতদরিদ্রদের প্রত্যেককে (১০,০০০) দশ হাজার টাকা করে ১লাখ ৮০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ১৩ নম্বর মন্দরী ইউপি চেয়ারম্যান শেখ শামসুল হক,সাংবাদিক হৃদয় খান,ইউপি সদস্য শফিউল আলম লস্কর, সংরক্ষিত মহিলা সদস্য দুলেনা বেগম, ইউপি সদস্য চন্দ্রকুমার দাশ প্রমুখ।