নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশের বিশেষ অভিযানে চোরাই গরুসহ ২ চোরকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার ৯নং পুকড়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত লাল মিয়ার পুত্র জামির আলী (২৮) ও একই এলাকার বজলু মিয়ার পুত্র রুবেল মিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, গতি রবিবার (২৮ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১০টায় গরুর মালিক দৌলতপুর গ্রামের মৃত শেখ মোহাম্মদ ফজর উদ্দিনের ছেলে শেখ মোহাম্মদ নুরুল ইসলামের গৃহপালিত একটি গাভী গরু বসত ঘরের পূর্ব পাশে বেধে ঘুমিয়ে পড়েন। রাতের অন্ধকারে একদল চোর বাদীর বসত ঘর থেকে গরুটি চুরি করে সিএনজি গাড়ী যোগে হবিগঞ্জ সদর এলাকায় পৌঁছলে সদর থানা ও বানিয়াচং থানা পুলিশের সহায়তায় তাদেরকে গ্রেফতার করা হয়।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব এ তথ্যটি নিশ্চিত করেন। থানায় নিয়মিত মামলা রুজুপূর্বক বিচারার্থে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।