সৈয়দ সালিক আহমেদ :
হিজড়া বা তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষে হবিগঞ্জ জেলা সমাজসেবার উদ্যোগে ১২দিন ব্যাপি রিফ্রেশার্স প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে জেলার ৩০জন হিজড়া অংশগ্রহণ করেন। গতকাল জেলা প্রশাসকের প্রশিক্ষণ কক্ষে এই রিফ্রেশার্স প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ১২দিনে প্রশিনার্থীকে নিজেদের স্বাবলম্বী করার জন্য সেলাই প্রশিক্ষণ, গবাদিপশু পালন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান। প্রধান অথিতির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার হিজড়া বা তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য নানাবিধ কর্মসুচী গ্রহণ করেছে।
অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজেই স্বাবলম্বী হওয়ার জন্য আর্থিক সহায়তার পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলছে। দেশের সকল নাগরীকের পাশাপাশি তৃতীয় লিঙ্গের সম্প্রদায়কে সমান সুযোগ সুবিধা প্রদান করেছে সরকার।
উপপরিচালক রাশেদুজ্জামান চৌধুরীর সভাপতিত্ত্বে অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা সিলেট বিভাগীয় পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, অধিদপ্তরের সহকারী পরিচালক সিরাজুম মুনীর আফতারী, মোহাম্মদ জালাল উদ্দিন প্রমুখ।