বিশেষ প্রতিনিধি :
লাইসেন্সবিহীন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে গতকাল সোমবার থেকে আবারও অভিযানে নামছে স্বাস্থ্য অধিদপ্তর। তিন মাস আগে চলা অভিযানে অনেক প্রতিষ্ঠানকেই নতুন করে লাইসেন্স নেয়া বা নবায়ন করার নির্দেশ দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। এরই অংশ হিসেবে হবিগঞ্জ সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুরুল হকের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
গতকাল শহরের তিনকোনা পুকুরপাড় এলাকায় খোয়াই হাসপাতাল ও নতুন বাসস্টেন্ড এলাকায় ফায়েজ জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন। এসময় তিনি দেখতে পান যে, কাগজে কলমে মেডিকেল অফিসারের নাম থাকলেও বাস্তবে মেডিকেল এসিসটেন্ট দিয়ে সেবা প্রদান করা হচ্ছে।
এ অবস্থায় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্তক করলে তারা ২ সপ্তাহের সময় চেয়ে আবেদন করে। এই সময়ের মধ্যে তারা মেডিকেল অফিসার মাধ্যমে সেবা প্রদান নিশ্চিত করবে বলে জানায়।
পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ দেলোওয়ার হোসেন চৌধুরী, মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক, সিনিয়র মেডিকেল টেকনোলজিষ্ট নিখিল রঞ্জন শর্মা প্রমুখ।