লাখাই প্রতিনিধি :
নিরাপদ মাতৃত্ব নিশ্চিত ও প্রাতিষ্ঠানিক ডেলিভারী বৃদ্ধি করার লক্ষ্যে হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ গর্ভকালীন ও প্রসব পরবর্তী বিশেষ সেবা প্রদান করা হয়। এসময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় অর্ধশতাধিক মা এই সেবা গ্রহণ করেন।
বুধবার সকাল ৯টা থেকে ইউএসএআইডি’র অর্থায়নে মামনি এমএনসিএস প্রকল্প সীমান্তিকের সহায়তায় দিনব্যাপী প্রায় শতাধিক মা-কে বিশেষ সেবা প্রদান করে হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফ।
বিশেষ দিনে সেবা গ্রহণ করতে আসা লাখাই ইউনিয়নের রুহিতনসী গ্রামের ইভা আক্তার জানান, বন্যার পানি থাকার কারণে আমি গত ২ মাস ডাক্তার দেখাতে পারি নাই, মঙ্গলবারে আমি মাইকিং শুনে আজ সেবা নিতে আসলাম, এখানে আসার পর আমার রক্ত, প্রস্রাবসহ বিভিন্ন পরীক্ষা বিনামূল্যে করা হয়েছে।
নার্সিং সুপারভাইজার বশিরুন্নেছা বলেন, আমরা সব সময় চেষ্টা করি মায়েদেরকে আন্তরিকভাবে ভাল সেবা প্রদান করতে। তাছাড়া প্রতিটি মা যেন হাসপাতালে এসে ডেলিভারী করায় তার জন্য পরামর্শ দিয়ে থাকি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হেনা মোস্তফা জামান জানান, সরকারের লক্ষ হচ্ছে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা, আর মাঠ পর্যায়ে তার বাস্তবায়ন করছি আমরা। আমাদের লাখাই উপজেলা হাওর বেষ্টিত, এখানে বছরের একটা সময় বন্যা ও বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ লেগে থাকে, যার জন্য সময়মত অনেক মা সেবা গ্রহণে আসতে পারেনা। তাই চলমান সেবা প্রদানের পাশাপাশি বিশেষ দিন ঘোষনা করে সকল মাকে সেবা গ্রহণে আওতায় নিয়ে আসার জন্য আমাদের এই উদ্যোগ।