বাহার উদ্দিন, লাখাই থেকে :
হবিগঞ্জের লাখাইয়ে ১ নম্বর লাখাই ইউনিয়নে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন সম্প্রীতি সমাবেশ অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার (২৩ আগষ্ঠ)লাখাই ইউনিয়ন কমপ্লেক্স ভবন মিলনায়তনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আরিফ আহমেদ রুপন এর সভাপতিত্বে ও ইউনিয়ন সচীব মোস্তাক আহমেদ এর সঞ্চালনায় অনুষ্টিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দীন।
বিষেশ অতিথি ছিলেন স্বজনগ্রাম তদন্তকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুরুল বাশার চৌধুরী।
জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্র – ছাত্রী ও নানা শ্রেনী পেশার লোকজন অংশ গ্রহনে অনুষ্টিত সমাবেশে আলোচনায় অংশ নেন এস,আই শাহজাহান, লাখাই প্রেসক্লাব সম্পাদক আশীষ দাসগুপ্ত,লাখাই রিপোর্টার্স ইউনিটির সহ- সভাপতি মাওঃ জালাল আহমেদ, ইউনিয়ন আওয়ামীলীগ এর সহ- সভাপতি হাজী ফুল মিয়া,বিশিষ্ট মুরুব্বী সুলতান মিয়া,ইউ/ পি সদস্য রফিকুল ইসলাম,মোস্তাক আহমেদ, অতুল রায়,নারী সদস্য রেহানা বেগম,,বুলবুল চৌধুরী, ফরিদ মিয়া প্রমূখ।
সমাবেশে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ প্রয়াস চালানোর আহবান জানানো হয়।কোন প্রকার গুজব ও অপপ্রচারের বিষয়ে বিভ্রান্ত না হওয়ার বিষয়ে সকলের সজাগ দৃষ্টি রাখারআহবান জানানো হয়।
সভায় প্রধান অতিথি আরোও বলেন ধর্মীয় সম্প্রীতি রক্ষায় পারস্পরিক ভ্রাতৃত্ব বোধ বজায় রাখতে হবে।সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন পোস্ট থেকে বিরত থাকার আহবান জানান।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওঃ শরিফ উদ্দীন, গীতা পাঠ করেন প্রানতোষ।ইউনিয়ন সম্প্রীতি সমাবেশ উপজেলা নির্বাহী অফিসার এর একটি উদ্যোগ। এ ধরনের সমাবেশে প্রতিটি ইউনিয়নে ও পরবর্তীতে উপজেলা পর্যায়ে আয়োজন করা হবে।