হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে পাঁচ যাত্রী নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার সদরঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর হাইওয়ে পুলিশ জানায়, সোমবার সকালে উপজেলার সদরঘাট নামক স্থানে সিলেট থেকে ঢাকাগামী পাথরবোঝাই ট্রাকের সঙ্গে ঢাকা থেকে সিলেটগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের পাঁচ যাত্রী নিহত হন। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ উদ্ধার কাজ শুরু করেছে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ উদ্ধার তৎপরতা চালাচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহতরা সবাই একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে।