বিশেষ প্রতিনিধি :
মাতৃ ও শিশু স্বাস্থ্যের উন্নয়ন এবং এসডিজি অর্জনের জন্য মাঠ পর্যায়ের কার্যক্রমকে আরো গতিশীল করতে হবে। যদিও সিলেট বিভাগের মধ্যে হবিগঞ্জ জেলা স্বাস্থ্যসেবার দিক দিয়ে এগিয়ে আছে,এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে। আমাদের কাজের অনেক জায়গা রয়েছে। যেহেতু হাওর বেষ্ঠিত এলাকায় সেহেতু প্রতিটি এলাকায় নিবিড়ভাবে কাজ করতে হবে। সরকারের দেয়া পরিকল্পনা অনুযায়ী মানুষের দুরগড়ায় স্বাস্থ্যসেবা পৌছে দিতে হবে। গতকাল সোমবার সকাল ১১টায় হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে জেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ষান্মাষিক অগ্রগতি বিষয়ক সভায় বক্তাগণ একথা বলেন।
সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুরুল হকের সভাপতিত্ত্বে সভায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের বিগত ছয় মাসের অগগ্রতি উপস্থানপন করেন মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক ও মাধবপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকতার্ মাহমুদ পাভেজ। ইউএসএআইডি’র অথার্য়নে সেইভ দা চিলড্রেন এর কারিগরি সহায়তায় সীমান্তিক মামনি এমএনসিএস প্রকল্পের বাস্তবায়নে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপপরিচালক মীর সাজেদুর রহমান, সদর হাসপাতালের তত্ত্বাধায়ক ডাঃ আমিনুল হক সরকার, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোখলেছুর রহমান, সেইভ দা চিলড্রেন এর জেলা বাস্তবায়ন কর্মকতার্ রওশন আরা বেগম, ব্যবস্থাপক এমআইএস শাকিল আহমেদ খান, জেলা সমন্বয়কারী দিলীপ চন্দ্র দাস প্রমুখ।