লাখাই প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাইয়ে থানা পুলিশের অভিযানে লুটতরাজ এর নিয়মিত মামলার এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায় শনিবার (২০ আগষ্ঠ) থানা পুলিশের উপ- পরিদর্শক( এসআই) মিজানুল হক এর নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার মৌবাড়ী গ্রামের লুটতরাজ এর মামলার আসামী ওয়ারিশ মিয়ার পুত্র শফিকুল ইসলাম(৩৫) কে সন্ধ্যা ৬ টায় স্থানীয় বুল্লাবাজার থেকে গ্রেফতার করে।
রবিবার (২১ আগষ্ঠ) গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) সাইদুল ইসলাম আটকের বিষয়টি দৈনিক শায়েস্তাগঞ্জকে নিশ্চত করেন।