সৈয়দ সালিক আহমেদ :
চলমান চা শ্রমিক আন্দোলন নিয়ে নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসক ইশরাত জাহান মতবিনময় সভার আয়োজন করেন।
এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মজুরীর বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তাই চা শিল্প ও দেশের বৃহৎ স্বার্থে কাজে যোগদান করার জন্য তিনি সকল নেতৃবৃন্দকে আহবান করেন।
তবে রশিদপুর চা বাগানের পঞ্চায়েত কমিটি সভাপতি নৃপেন চাষা বলেন, তাদের ভ্যালি নেতা ও ইউনিয়ন নেতৃবৃন্দ কেন্দ্রীয়ভাবে ঘোষণা করার সাথে সাথে কাজে যোগদান করবেন।
এছাড়া ১৪৫ টাকা মজুরীতে অন্যান্য চা বাগানের শ্রমিকরা যদি কাজ করেন তাহলে তারাও কাজ শুরু করবেন বলে প্রতিশ্রতি দেন।
তবে এখন থেকে মহাসড়ক অবরোধ বা জনদূভোর্গ সৃষ্টি করে কোন আন্দোলন করবেনা বলে জানায়। তারা তাদের চা বাগানের ভিতরে আন্দোলন চালিয়ে যাবে।
শনিবার রাত ৮টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার ২৪টি বাগানের মধ্যে ১২টি চা বাগানের পঞ্চায়েত ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম মুরাদ আলী, অতিরিক্ক জেলা প্রশাসক মিন্টু চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ সাদিকুর রহমান, সহকারী পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) শৈলেন চাকমা, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পঞ্চায়েত কমিটির প্রধান ও শ্রমিক নেতৃবৃন্দ।