নিজস্ব প্রতিবেদক :
ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুর গেইট সংলগ্ন স্থানে প্রাইভেটকার ও ইমা গাড়ির সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।
শুক্রবার বিকাল ৫টার দিকে মহাসড়কের মা ফিলিং স্টেশন এর সামনে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায় ঢাকা গামী প্রাইভেটকারের ব্রেইক ফেইল করলে অপরদিক থেকে আসা ইমা গাড়িকে ধাক্কা দেয় এতে ইমা গাড়ির পাঁচ জন যাত্রী আহত হন।
আহতরা হলেন – বীর মুক্তিযোদ্ধা মোঃ কিতাব আলী (৭৫),মোঃ সিহাব মিয়া(৭),সুমন মিয়া(২০),জালাল মিয়া(৩২),মঞ্জু বেগম (৪৫)।
স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন। এবং কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
জানা যায়, গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা কিতাব আলী ও তার নাতি মোঃসিহাব মিয়া গুরুতর আহত হওয়ায় সদর হাসপাতালের দায়িত্ব প্রাপ্ত ডাক্তার তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।
গুরুতর আহত দুই জন সম্পর্কে দাদা নাতি, তারা নূরপুর ইউনিয়নের পশ্চিম নছরতপুর গ্রামের।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার একদল পুলিশ এসে দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে যায়।