বিশেষ প্রতিনিধি :
শ্রীকৃষ্ণের ৫২৪৮তম আর্ভিবাব তিথি শুভ জন্মষ্টমী উপলক্ষে হবিগঞ্জে আলোচনা ও প্রার্থনা সভার আয়োজন করা হয়।
গতকাল বৃহম্পতিবার বিকাল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ে হিন্দু কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজেন ব্যানার্জি।
বক্তাগণ বলেন, পাপমোচন ও ধর্মসংস্থাপন ও সাধুপরিত্রাণের জন্য আজকের এই দিনে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্ম হয়। এই দিনটিতে ব্রতপালন করলে মনের ও শরীরের ময়লা দূর হয় । সৎগুণের জয় হয় যার ফলস্বরূপ সাধু উদ্ধার হয় ।
তারা আরো বলেন, অতীতে কখনো ব্যাপক আকারে সরকারীভাবে জন্মষ্টমী উৎসব পালন করা হয় নাই। এই বছর আমরা সরকারের সহায়তায় ব্যাপক আকারে উৎসব পালন করতে পারছি।
আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নিখিল ভট্রাচাযর্য। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ বেদময়ানন্দজী মহারাজ, হবিগঞ্জ ইসকনের অধ্যক্ষ উদয় গৌর দাস ব্রম্মচারী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট স্বরাজ রঞ্জন বিশ্বাস, পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শংখ শ্রভ্র রায়, এডভোকেট নিলাদ্রী শেখর টিটু পুরকায়স্থ প্রমুখ।