বিশেষ প্রতিনিধি :
হবিগঞ্জের বাহুবল উপজেলার লামাতাসি ইউনিয়নের তারাপাশা গ্রামে রাস্তা দখল ও খাল খনন করে ছাত্র/ছত্রীদের চলাচলে প্রতিবন্ধকতা উচ্ছেদ করা হয়েছে। এতে করে সাধারণ মানুষসহ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের চলাচলের রাস্তা তৈরী হলো।
গতকাল বুধবার সহকারী কমিশনার (ভুমি) মোঃ রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি জানান, তারাপাশা গ্রামে চলাচলের রাস্তা প্রায় ১৮ফুট প্রস্থ রাস্তা, কিন্তু দুই পাশের দুটি বাড়ীর মালিক রাস্তা সরু করে ৬ফুট করে ফেলে, তার সাথে দুপাশে দুটি নালা তৈরী করে রাস্তাকে কাদা মাটি দিয়ে চলাচলে অনুপযোগী করে তুলে।
এমতাবস্থায় তারাপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ এলাকার মানুষের অভিযোগের প্রেক্ষিতে অবৈধদখল মুক্ত করতে গেলে আবিদ মিয়ার স্ত্রী শাফিয়া খাতুন বাধা প্রদান করে। পরবতর্ীতে তাদের দখল থেকে উদ্ধার করা হলে তাৎক্ষনিক বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র/ছাত্রী ও এলাকাবাসী মিলে রাস্তাটি মেরামত করে প্রশস্ত করা হয়।
তিনি বলেন, এলাকাবাসী দীর্ঘদিন থেকে দখলদার দুটি বাড়ীর কাছ থেকে রাস্তাটি উদ্ধার করতে পারে নাই। এসময় বাহুবল মডেল থানার একদল পুলিশ সদস্য সহায়তা প্রদান করেন।