বাহার উদ্দিন, লাখাই থেকে :
হবিগঞ্জের লাখাইয়ে শিক্ষার গুনগত মান উন্নয়নে ও উন্নত শিক্ষা নিশ্চিতকরনে উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে পরিদর্শনের অংশ হিসাবে উপজেলার সবেধন নীলমণি নারী শিক্ষা প্রতিষ্ঠান বুল্লা ইউনিয়নের বুল্লা-সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দীন।
মঙ্গলবার (১৬ আগষ্ঠ ) দুপুরবেলা নারী শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দীন এর সঙ্গে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিম,সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমান কামাল সহ শিক্ষক মণ্ডলী।
উপজেলা নির্বাহী অফিসার শিক্ষকদের সাথে মতবিনিময়কালে বিদ্যালয়ের সমস্যাদি ও শিক্ষার বর্তমান অবস্থা সম্পর্কে অবগত হন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন।
শিক্ষার উন্নয়নে আরো আন্তরিক ভাবে প্রচেষ্টা অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করেন।পরিদর্শনকালে নির্বাহী অফিসার বিদ্যালয়ের বিভিন্ন শ্রেনী কক্ষ পরিদর্শন ও ছাত্রীদের সংঙ্গে মতবিনিময় করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বলেন লাখাইয়ে শিক্ষার গুনগত মান উন্নয়নে এ এধরনের পরিদর্শন অব্যাহত থাকবে।