বিশেষ প্রতিনিধি :
১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসুচী পালন করা হয়।
সোমবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল করা হয়।
পরে জেলা স্বাস্থ্য বিভাগের সহায়তায় মেডিকেল ক্যাম্পের উদ্ধোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্রী মোঃ মাহবুব আলী এমপি।
এরপর শহরে বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়ে এক মৌন র্যালি শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামিলীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির, জেলা প্রশাসক ইশরাত জাহান, পুলিশ সুপার এস এম মুরাদ আলি, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুরুল হক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।