জুয়েল চৌধুরী, হবিগঞ্জ: হবিগঞ্জ শহরতলীর পশ্চিম ভাদৈ গ্রাম থেকে ১ম স্ত্রীর অভিযোগে নব বিবাহিত স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।
রবিবার ভোর রাতে সদর থানার এএসআই নুরে আলমের নেতৃত্বে একদল পুলিশ ওই গ্রামে ২য় স্ত্রীর বাড়িতে অভিযান চালিয়ে বাসর ঘর থেকে তাদেরকে আটক করে।
জানা যায়, বাহুবল উপজেলার পূর্ব রূপশংকরপুর গ্রামের মৃত রওশন আলীর পুত্র মসজিদের মোয়াজ্জিন ফিরোজ আলী (৫০) কে রং নাম্বারে পরিচয় হয় পশ্চিম ভাদৈ গ্রামের আরজু মিয়ার কন্যা স্বামী পরিত্যক্তা কন্যা ৪ সন্তানের জননী আবিদা বেগম (৩৫) এর।
এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। বিষয়টি ফিরোজ আলীর ১ম স্ত্রী জানতে পেরে স্বামীকে গালমন্দ করে। এরপরও ফিরোজ আবিদার সাথে প্রেমের সর্ম্পক চালিয়ে যায়। এ নিয়ে ফিরোজের সাথে তার ১ম স্ত্রীর বিবাদ লেগেই থাকতো।
গত শুক্রবার (১২ জুন) ফিরোজ আলী আবিদার বাড়িতে আসে এবং তাকে নিয়ে গত শনিবার রাতে স্থানীয় এক মৌলানার মাধ্যমে বিয়ে করে।
শনিবার (১৩ জুন) বাসর করা কালীন ১ম স্ত্রীর অভিযোগে রোববার ভোররাতে পুলিশ তাদেরকে আটক করে। এ ঘটনা নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে।