আকিকুর রহমান রুমনঃ-
স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বংগবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস বানিয়াচংয়ে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
বানিয়াচং উপজেলা পরিষদের উদ্যোগে ১৫ আগস্ট সোমবার দিবসটি পালন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়।বানিয়াচং উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ উপলক্ষে শোক র্যালী ও মৌন মিছিল প্রদক্ষিণ করা হয়।
এছাড়া আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টার, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক, অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব,উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বিপুল ভূষণ রায়,ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান,ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া,সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া,উপজেলা কৃষকলীগের সভাপতি কামাল উদ্দিন লাল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন,সহসভাপতি ছায়েব আলী,১নং ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশাহেদ মিয়া, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হোসেন খান মামুন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আংগুর মিয়া,ইউপি চেয়ারম্যান আরফান উদ্দিন,আনোয়ার হোসেন,উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ শাহনেওয়াজ ফুল,নজরুল ইসলাম,আসাদুর রহমান খান,শিক্ষক আলী রহমান, সাবরেজিস্টার ইসমত মোস্তফা মোঃ পাশা,যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল চৌধুরী, পিআইও মলয় কুমার দাস,মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলী সরকার,পল্লী সঞ্চয় কর্মকর্তা সুদীপ কুমার দে, যুবলীগ নেতা বাবুল মিয়া,আজমল হোসেন খান, আসাদুজ্জামান খান তুহিন,কাওসার হোসেন,সাবেক ছাত্রলীগ নেতা কাওসার আহমেদ শিহাব,লিমন,শেখ রাব্বি।সাংবাদিক হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন, এসকে রাজ।
জাতির জনক বংগবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,মুক্তিযোদ্ধা উপজেলা কমান্ড,বানিয়াচং থানা,বাংলাদেশ আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, কৃষকলীগ,মহিলা আওয়ামী লীগ, ব্র্যাক,পল্লীবিদ্যুত সমিতি,মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়,আদর্শ উচ্চ বিদ্যালয়, সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ,আইডিয়াল কলেজ।