বিশেষ প্রতিনিধি :
হবিগঞ্জের বাহুবলে সারে অতিরিক্ত মূল্য রাখার অপরাধে একটি ব্যবসা প্রতিষ্টানকে জরিমানা করেন সহকারী কমিশনার (ভুমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমীন। গতকাল শুক্রবার সন্ধা ৭টায় একজন কৃষকের অভিযোগের ভিত্তিতে মিরপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার জানান, একজন ক্রেতা শুক্রবার বিকালে অভিযোগ করেন যে, মিরপুর বাজারে সারের ডিলার মোঃ নোমান মিয়ার নিয়ন্ত্রাধীন মেসার্স পদ্মা এন্টারপ্রাইজ টিএসপি সার, এমওপি সার ও ডেপ প্রতি কেজিতে ৬থেকে ৭টাকা অতিরিক্ত দামে বিক্রি করছেন। তাছাড়া প্রতি বস্তা সারে প্রায় ৪শত টাকা অতিরিক্ত দামে কৃষকের কাছে বিক্রি করছে বলে অভিযোগ করেন।
অভিযোগ পাওয়ার পর পরই সন্ধা ৭টায় অভিযানের সময় গত এক সপ্তাহের বিক্রি রেজিষ্টার যাচাই করে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় পদ্মা এন্টারপ্রাইজকে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অতিরিক্ত দামে বিক্রি করা এক হাজার নব্বই টাকা অভিযোগকারী কৃষকের হাতে ফেরত দেওয়া হয়।