চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার (২নং ওয়ার্ড) বড়াইল গ্রামে শ্রীশ্রী মদন মোহন জিউর আখড়ায় ও ডাঃ কালীপদ আচার্য্যের বাসভবনে শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে শ্রীশ্রী রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা মহোৎসব।
গত ৮ আগষ্ট সোমবার হইতে ১২ আগষ্ট শুক্রবার পর্যন্ত বিভিন্ন ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে শ্রীশ্রী রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়। শ্রীশ্রী মদন মোহন জিউর আখড়ায় প্রতিদিন সকালে বাল্যভোগ, দুপুরে ভোগরাগ, সন্ধ্যায় সন্ধ্যারতি, রাত ৮ টায় ঝুলন কীর্ত্তন, প্রসাদ বিতরণ।
ডাঃ কালীপদ আচার্য্যের বাসভবনে শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরে প্রতিদিন সকালে বাল্যভোগ, দুপুরে ভোগরাগ, সন্ধ্যায় সন্ধ্যারতি, প্রসাদ বিতরণসহ শ্রীমদ্ভাগবত পাঠ, পদকীর্ত্তন, সংগীতানুষ্ঠান, রাত ১০টায় ঝুলন কীত্তন অনুষ্ঠিত হয়েছে। এই ঝুলন মহোৎসবে অনেক ভক্তবৃন্দের সমাগম ঘটে।