আনোয়ার হোসেন মিঠু,নবীগঞ্জ :
ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আউশকান্দি শহীদ কিবরিয়া চত্বরে ডাকির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার সময় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র, পাইপগান,গ্রিলকাটার,চিরাপাঞ্জা,রামদা,জি আই পাইপ ও ১টি পিকআপ গাড়ীসহ ডাকাতদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাতরা হলো, উপজেলার বাউশা ইউনিয়নের হরিধরপুর গ্রামের ফটিক মিয়ার পুত্র রুবেল মিয়া(২৯), করগাঁও ইউনিয়নের সাকুয়া গ্রামের আব্দুল গনির পুত্র মোঃ জাহাঙ্গীর (২৫), কালিয়ার ভাঙ্গা ইউনিয়নের মৃত আব্দুল গনির পুত্র মোঃ মহিবুর রহমান (২৮),সিলেটের বালাগঞ্জ উপজেলার মোখলিছ খানের পুত্র রুজেল খান(ময়না মিয়া ২৪),ইনাতগঞ্জ ইউনিয়নের বাজার চড়া গ্রামের হাজী তাহির উল্লাহ পুত্র জাহাঙ্গীর আলম জাহান(২২)।
পুলিশ জানায়,বৃহস্পতিবার রাতে গ্রেপ্তারকৃত ডাকাতরা ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে
নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলামের নেতৃত্বে এস.আই জাহাঙ্গীর আলম, গৌতম সরকার,আবু সাঈদ, রাজিব রহমান,বিজয় দেবনাথ মোস্তাফিজুর রহমান, এএস আই বিমল দাসসহ একদল পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ডাকাতদের শুক্রবার বিকেলে হবিগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ।