নিজস্ব প্রতিবেদক :
শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন।
১১ আগষ্ট বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বিদ্যালয়ে যাবার পথে উপজেলার ফরিদপুর নামকস্থানে অটোরিকশা (সিএনজি) দুর্ঘটনায় সুপ্তা রাণী দাশ (৩২) নামে স্কুল শিক্ষিকা গুরুত্বর আহত হন।
তাৎখানিক স্থানীয়রা উক্ত শিক্ষিকাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। কর্তব্যরত ডাক্তার শিক্ষিকা সুপ্তা রানী দাশকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বৃহস্পতিবার বিকালে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান তিনি। নিহত সুপ্তা রাণী দাশ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের মামদপুর গ্রামের পবিত্র দাশের মেয়ে এবং নিহত স্কুল শিক্ষিকা উপজেলার নিশাপট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক।