বাহার উদ্দিন, লাখাই :
হবিগঞ্জের লাখাইয়ে মুড়িয়াউক ইউনিয়নে ধর্মীয় ও সামাজিক রক্ষায় ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন সম্প্রীতি সমাবেশ অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ আগষ্ঠ) বিকালবেলা মুড়িয়াউক ইউনিয়ন কমপ্লেক্স ভবন মিলনায়তনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নোমান সারোয়ার জনির সভাপতিত্বে অনুষ্টিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা ও সমাজসেবক হাজী মোঃ বলু মিয়া,ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি মাসুক মিয়া তালুকদার, বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়।
জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তবর্গ, ছাত্র – ছাত্রী দের অংশ গ্রহনে অনুষ্টিত সমাবেশে আলোচনায় অংশ নেন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্যবৃন্দ ও সাধারণ সদস্যবৃন্দ ।
সমাবেশে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ প্রয়াস চালানোর আহবান জানানো হয়।কোন প্রকার গুজব ও অপপ্রচারের বিষয়ে বিভ্রান্ত না হওয়ার বিষয়ে সকলের সজাগ থাকতে হবে।
ইউনিয়ন সম্প্রীতি সমাবেশ উপজেলা নির্বাহী অফিসার এর একটি উদ্যোগ।এ এধরনের সমাবেশে প্রতিটি ইউনিয়নে ও পরবর্তীতে উপজেলা পর্যায়ে আয়োজন করা হবে।