এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় নবাগত সহকারী কমিশনার( ভূমি) আফিয়া আমিন পাপ্পার দায়িত্ব গ্রহন।
জানা যায়,উপজেলার জনবান্ধব সহকারী কমিশনার ভূমি মিল্টন চন্দ্র পাল পদোন্নতি পেয়ে সিনিয়র সহকারী সচিব পদে নতুন কর্মস্থলে চট্টগ্রামে বিবাগীয় কমিশনার কার্যালয়ে ন্যাস্থ হোন।
১১ আগষ্ট বৃহস্পতিবার বিকালে ৫টার সময় হবিগঞ্জ জেলা কার্যালয়ে সাধারণ শাখায় কর্মরত আফিয়া আমিন পাপ্পা নতুন সহকারী কমিশনার ভূমি হিসাবে সদ্য বিদায় প্রাপ্ত মিল্টন চন্দ্র পালের নিকট থেকে অর্পিত দায়িত্ব গ্রহন করেন।সাথে সাথে দপ্তর কর্মকর্তা কর্মচারী গণ ফুলেল শুভেচছা জানান।
এদিকে সহকারী কমিশনার ভূমি মিল্টন চন্দ্র পালের বিদায়ে গণমাধ্যমে ব্যাপক সারা পরে।অত্যন্ত মেধাবী ও গতিশীল নেতৃত্বের অধিকারী।
ভূমি ডিজিটালাইজেশন থেকে শুরু করে করোনাকালে সরকারের ঘোষিত লকডাউন বাস্তবায়ন ও সাধারণ মানুষকে ঘরে রাখতে দিনরাত এক করে কাজ করেছেন তিনি। মাঠ পর্যায়ে ওনার কর্মকান্ড অতুলনীয়। চুনারুঘাটের জনপ্রিয় এই কর্মকর্তা। সততা, দক্ষতা ও আন্তরিকতা দিয়ে চুনারুঘাটের ভালবাসা জয় করে বিদায়লগ্নে প্রশংসায় ভাসছেন তিনি।