বিশেষ প্রতিনিধি :
হবিগঞ্জ শহরে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি ও ওজনে কম দেওয়ার অপরাধে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় নতুন বাসষ্ট্যান্ড এলাকায় যাত্রীদের কাছ থেকে বিভিন্ন যাত্রী পরিবহনে অধিক ভাড়া আদায় করা হচ্ছে কি না সরেজমিন পরিদর্শন করা হয়।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজস্ট্রেট মোঃ আশাদুল হক ও মোঃ মঈন খান এলিসের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জ্বালানি তেল বিক্রি ও ওজনে কম দেওয়ার অপরাধে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ৯ এর একটি দল সহায়তা প্রদান করেন।