মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট :
হবিগঞ্জের চুনারুঘাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিনী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯২তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে চুনারুঘাট উপজেলা প্রশাসন, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগ, চুনারুঘাট পৌর আওয়ামীলীগ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে।
সোমবার বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯২তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল এর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, চুনারুঘাটের সহকারী কমিশনার (ভ‚মি) মিল্টন চন্দ্র পাল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক পিপি এডভোকেট আকবর হুসেইন জিতু, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ এম আলী আশরাফ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার আলী, সহ-সভাপতি সৈয়দ মোদাব্বির আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মহালদার, সাধারণ সম্পাদক আবুল খায়ের, দেওরগাছ ইউপি চেয়ারম্যান রুমন ফরায়েজী, রাণীগাঁও ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, চুনারুঘাট প্রেসকাবের সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুজিত দেব, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহজাহান সামী, সাধারণ সম্পাদক সায়েম তালুকদার প্রমুখ।
সভায় দিবসটি উপলক্ষে আয়োজিত দুস্থ ও দরিদ্র মহিলাদের সেলাই মেশিন প্রদান এবং আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে দুস্থদের মাঝে তা তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়া দোয়া মাহফিলের আয়োজন করা হয়।