বিশেষ প্রতিনিধি :
হবিগঞ্জে বকেয়া বিদ্যুৎ বিল ও অবৈধ সংযোগের দায়ে ৭টি সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) ভ্রাম্যমান আদালত। এসময় বিভিন্ন অপরাধে ৭টি মামলায় ১৫ লাখ টাকা জরিমানা করা হয়।
গতকাল সোমবার হবিগঞ্জ বিপিডিবি’র উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় এঅভিযান পরিচালনা করা হয়।
সিলেট বিদুৎ আদালতের জেলা দায়রা জজ আনোয়ারুল হকের নেতৃত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ বিপিডিবি’র নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন সরদার, সহকারী প্রকৌশলী রাকিবুল হাসান, চাদনী আক্তার, ইমাম হোসেন প্রমুখ।
নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন সরদার জানান, বকেয়া বিল ও অবৈধ বিদ্যুৎ সংযোগকারীদের বিরুদ্ধে আমাদের এধরনের অভিযান নিয়মিত চলবে।