নিজস্ব প্রতিবেদক :
কাঁচা মরিচের বাজারে লেগেছে আগুন! শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারগুলোতে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৮০ টাকা থেকে ৩০০ টাকায় একইসাথে বেড়েছে সবজির দাম।
শায়েস্তাগঞ্জ উপজেলার বড় বড় সবজি বাজারে ২৮০ টাকায় বিক্রি হলেও পাড়ার দোকান ও ছোট ছোট বাজারে ৩০০ টাকার নিচে মিলছে না কাঁচা মরিচ।
অনেকে বাধ্য হয়ে শুকনো মরিচ দিয়েই কাঁচা মরিচের চাহিদা পূরণ করছেন।
সরজমিনে রবিবার (৭ আগস্ট) সকালে উপজেলার দাউদ নগর বাজার গিয়ে দেখা যায় ২৮০ থেকে ৩০০ টাকা ধরে কেজিতে বিক্রি করা হচ্ছে। পাশে ড্রাইভার বাজারে ২৫০ থেকে ২৬০ টাকা করে বিক্রি করা হচ্ছে।উপজেলার সবগুলো বাজার ঘুরে একই চিত্র দেখা যায়।একেক বাজারে একেক দাম হওয়াতে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে তর্কবিতর্কে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
কাঁচামরিচ কিনতে আসা ব্যবসায়ী শামীম আহমেদ বলেন, প্রতিদিন নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েই চলেছে। দুইদিন আগে কাঁচা মরিচের কেজি ছিল ২০০ টাকা। আজ কিনতে হচ্ছে ২৮০ টাকা থেকে ৩০০ টাকা কেজি দরে। আমাদের মতো সাধারণ ক্রেতাদের জন্য খুবই কষ্টকর হয়ে পড়েছে। বাজার নিয়মিত মনিটরিং না হওয়ার কারণেই কিছু অসাধু ব্যবসায়ী দাম বৃদ্ধি করে দেয়।
বাজারের বিক্রেতাদের দাবি, চাহিদার তুলনায় বাজারে সরবরাহ কম। এ কারণে দাম বেড়েছে।