স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষকগণের আমন্ত্রনে, সুধিজনদের সাথে সাক্ষাত করলেন ভাটিঁ বাংলার বাউল সম্র্রাট শাহ আব্দুল করিম এর একমাত্র সন্তান গীতিকার শাহ নুরজালাল। তিনি গত বুধবার বৃন্দাবন কলেজের অধ্যক্ষ মোঃ বদরুজ্জামান চৌধুরী, প্রভাষক আব্দুল হামিদসহ সকলের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এসময় তার সাথে ছিলেন বাউল শিল্পী প্রাণকৃষ্ণ, গীতিকার উবেদ মিয়াসহ অন্যান্যরা। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জীবন কর্মের উপর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এবং ২০টি সমগ্র রচনাগন্থ ̈ প্রদান করেন।
পরবর্তীতে সরকারি মহিলা কলেজে চলে আসে। সেখানে কলেজের উপ্যাধক্ষ্য জনাব নজমুল হকসহ অন্যান্য শিক্ষকবৃন্দের সাথে সাক্ষাত করেন। তাদের অনুরোধে শাহ আব্দুল করিমের বিলাতের স্মৃতি গানটি পরিবেশন করেন। সেখানে ১০টি সমগ্র রচনাগ্রন্থ ̈ প্রদান করেন।এবং বইপত্র লাইবেধরিতে ৯টি সমগ্র রচনাগন্থ ̈ প্রদান করেন।
তারপর সাক্ষাত করেন, হবিগঞ্জ সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক কবি এম.এ. ওয়াহিদের সাথে। উনাকে তাহার গ্রাম সুনামগঞ্জের ধল’এ পরিদর্শনের জন্য আমন্ত্রন জানান। তিনি বলেন, কিছুদিন পূর্বে নিজ উদ্যোগে হঠাৎ চিত্র নায়িকা মৌসুমী আমার পিত্রালয়ে বেড়াতে এসেছিলেন। এবং সাথে আরও বিভিন্ন পেশার লোক এসেছিলেন। আপনিও পরিদর্শনের জন্য আমাদের এখানে আসবেন বলে জানান। তারপর বাউল শিল্পী প্রাণকৃষ্ণ গোপের বাড়িতে মধ্যাহ্নভোজ শেষে তিনি তার বাড়িতে চলে যান।
তিনি হঠাৎ করে চুপি চুপি চলে যাওয়ায় খবর শোনে উনার ভক্তন্দরা অনেকে সাক্ষাতের জন্য আক্ষেপ প্রকাশ করেন।