স্টাফ রিপোর্টারঃ
প্রযুক্তির সাহায্য নিয়ে চুরি হওয়ার দেড় মাস পর সাংবাদিকের মোবাইল উদ্ধার করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ।
শনিবার (৬ আগস্ট) রাত সাড়ে ৯ টায় সেই মোবাইলটি সাংবাদিক আব্দুর রহিম সবুজের হাতে তুলে দেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক কামাল।
এর গত শুক্রবার (৫ আগস্ট) ওই মোবাইলটি উদ্ধার করেন তদন্ত কর্মকর্তা এসআই হামিদুর রহমান ।
জানা যায়, গত ১৬ জুন বাড়ি থেকে শায়েস্তাগঞ্জ দাউদনগর বাজারে যাওয়ার পথে মোবাইল ফোনটি চুরি হয়ে যায়। পরে ওই দিনই সাংবাদিক আব্দুর রহিম সবুজ শায়েস্তাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এ মামলার তদন্ত কর্মকর্তা এসআই হামিদুর রহমান মোবাইলটি প্রযুক্তি ব্যবহার করে মোবাইলটি সদর উপজেলার লুকড়া থেকে উদ্ধার করেন।
এবিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক কামাল জানান, আমরা অতিগুরুত্ব সহকারে এ কাজ গুলো করে থাকি। আমাদের পুলিশ সদস্যরা প্রতি মাসেই অনেক মোবাইল উদ্ধার করে দিয়ে থাকে।